হরেক রকম বকম বকম
ভিজে বারুদ নেশা,
ঝগড়াঝাটি দাঁত কপাটি
ছড়ায় আগুন মেশা।


একটু ঝুঁকি মারছে টুকি
কবির কলম তালে,
রঙিন দোলা জীবন ভোলা
অনুভবের চালে।


ঝাপসা ছবি ভাবছে কবি
নতুন নতুন লেখা,
আঁধার রাতে তারার সাথে
সহজ পাঠ শেখা।


ব্যর্থ চলন একলা জীবন
বিনা আমন্ত্রণে,
তাইতো খুঁজি বাড়তি পুঁজি
সমব্যথী মননে।