জানি তুমি নতুন করে পাতা উল্টোবে না,
হয়তো আজকের ক্লান্তি মনের ছায়াছবি।
একদিন  ছিলো; তরনী ভাসতো অকূলে,
তবে কি এমন নৈসর্গিক রত্নেতে বিভোর?
দিতে পারলে না কিছু সময়, একটু স্পর্শ,
একটু সাজগোজ নয় করতেই অবেলায়...


দিন থেমে থাকে না। সমকালীন সহযোদ্ধা,
সিঁড়ি বেয়ে উপরতলায়। বললেই বলবে ;
"ওরা উত্থানে সফল আর এটা স্বাভাবিক।"
আমার চাহিদায় ছিলো যার উন্মুক্ত রূপ,
আমি তা পেয়েছি একদমই আমার মতো।
তবে কেন যেতে বলো অবসরের পাতায়?


দৃষ্টিকোণে আমি তো সজীব রয়েছি ঠিক;
পাতা না উল্টে। কেউ চেনে না তোমাকে!
কপাল ভালো কিছুতে কার্পণ্য করো নি।
আমিও সুখী ছায়াময় সুখে আমার মতো,
কিছুই চাইনা তবু আন্তরিক ভাবে বলব,
"কয়েক পাতা রইলো,পারলে তা দেখো।"


না হয় রইলে কিছুক্ষণ  ছায়াপথমাঝে..