বিশেষ কাউকে আশা করেই
দরজা ভেজিয়ে অপেক্ষমান,
শুনছিলে আধবোজা চোখেই
হারিয়ে যাওয়া জীবনের গান।


মনগড়া এক‌টি অহেতুক ভয়ে
পুতুলেরা দূরেদূরান্তে টানটান,
হয়তো একদিন বন্ধু পরিচয়ে
দেখেছিলে বলেই, এ অবস্থান।


দেহের কোণে কিছু আশকারা,
কৌটোর ইতিহাসে টোকা মারা
পছন্দ নয়, বলেই পাওনি সাড়া।
একলা তাই বেণীবাঁধার তাড়া।


এভাবে যুগযুগান্তে আপশোস,
তবু ভাবতে চায় না এ তনুমন;
জমতে জমতেই বাড়বে রোষ।
অলীক হয়নাতো কামনার ধন!!