এখানে  প্রতিনিয়তই ঝড়  বয়ে নিয়ে চলে
দুরন্ত সবুজের মনমতো পঁচিশে বৈশাখকে,
সেখানে অজস্র ক্লান্ত ঢেউয়ের ফাঁকেফাঁকে
মাথা উঁচু রাখে, অপেক্ষমান কবি মাস্তুলে।


'তুমি কি  কেবলই ছবি  স্মৃতিপটে  লিখা?'
একটু দুঃসাহসও জাগে নি মনে ভুল করে,
চারপাশে আমার মত তৃষিতের মস্ত ভীড়ে
আমি হলাম এক নীরব ভাবসমাধির শিখা।


গুটিকতক প্রাণ নয় ছড়িয়ে দাও, হে কবি;
সেগু‌লোই লেখা হয়ে ঝরুক এই কলমে!
তবেই জেনো স্বার্থক হবে 'পঁচিশ' প্রণামে,
অনিমিখে আলো জ্বেলে দেবেই দীপ্ত রবি।