পায়ের তলায় শিরশিরিয়ে সব ধূলিকণা,
তুমি টেনে নিচ্ছো, উজার করে।
আমি চেয়ে আছি তোমার নীলে।
তোমার উচ্ছ্বাসে তাল মেলাতে না পারায়,
নিশ্চিন্তে এলে, ভিজিয়ে দিলে।
চলে যেতে যেতে রাখলে গভীর পরশ...


সামান্য দূরে থেকে বেশ তো ছিলাম,
এক মুহূর্তের ছোঁয়ায় কী যাদু এনে  দিলে?
আমার সব বাঁধ ভেঙে,
নিমেষে আমি সমর্পিত করলাম সত্ত্বারে,
কিছু না ভেবেই ঝাঁপিয়ে পরলাম।
তোমার পবিত্র স্পর্শে ভরালাম তনু, মন...


এভাবে কতক্ষণ না সাড়া দিয়ে থাকি?
বুঝতে পারছি তোমার নোনা স্বাদ।
চারপাশে অসংখ্য লোলুপ চোখের ভীড়ে,
লজ্জায় বন্দিনী হয়েও -
তোমায় ছেড়ে যেতে পারছিনা তো,
অন্তরে জেগেছে এক শিশুর আদল....।