অমৃত কুম্ভের স্পর্শ না পেয়েই
নিখোঁজ কিছু কবিতার শব্দ উড়ে যেতে চায়,
ওরা পাল্লা দিতে পারছে না
ব্ল্যাক ঈগল যুদ্ধ বিমানের গতির সাথে,
আর এটাই স্বাভাবিক,
ওরা যে আন্তরিক ভাবেই স্থিতির কাঙ্গাল...


পথহারা কোনো পাখির ডানা হতে
কেবল একটা ঝরা পালক
হঠাৎই এসে পড়েছিল কোলের ওপর,
আর সেখানেও তুমি পেয়েছিলে
প্রিয়জনের ঐকান্তিক সাড়া,
পালকটা উড়িয়েই দিলে...


কবিতার গুঞ্জনে সুরের মূর্ছনায়
গান ভেসে আসে,
ভোরের হাওয়ায় সেখানেও বিন্দু রজনীজল,
চটজলদি সব লুকিয়ে ফেলি অগোছালো ভাবে,
নীরব সে ভাষার গভীরতা অতলে,
আজও অমৃতের স্বাদ সে খুঁজেই চলছে...