দীর্ঘদিন খাঁচায় বন্দী পাখির খাঁচা খুলবেই, 
উড়বে কি আর সেও খোলা আকাশ পেলে?
জানি এক ভীত মনোভাবে ছটফট করবেই, 
ওর ডানায় ভরা মানার পালক  জ্বলজ্বলে...


রয়েসয়ে একদিন নিজস্ব ক্ষমতাটা বাড়লে,
ভরসাও জাগাবে নিজের ওই ফুরফুরে মন! 
জানি না, শেকলের দাগ মুছবে কতকালে?
শেষদাগ হয়েই কি তা রইবে বাকি জীবন? 


একবার  ছাড়া পেলেই বিপুল আনাগোনা-
সহ্য হলেই ভালো! নয় দুকূল হারিয়ে ধূ..ধূ..!
যন্ত্র‌ণায় বুক বেঁধে, আকাশ আর পাবে না,
বাঁচার মতো সব বিশ্বাসও, নাভিশ্বাস শুধু।