অভ্যাস বোধের কাছে, নিত্য নিয়মিত -
ভালোবাসা, অস্তমিত এক জ্যোতি যেন!
শুধুমাত্র বিষন্নতা নিয়ে এককোণে।
জীবনে দুরন্ত খেলা সীমাবদ্ধ বৃত্তে,
ওরা জানে, মৃত্যু ছাড়া কিছু হারায় না।
লতার জড়িয়ে থাকা ইতিবৃত্ত হতে -
বিরহী এ মন জাগে। পাষাণ পাথর
ডিঙিয়ে বৃষ্টিতে হাত, ফোঁটা ফোঁটা প্রাণ।


অগ্নিসাক্ষী রেখে যাকে কাছে টেনেছিলে,
সেও চলে যাবে জেনো মুখাগ্নির পরে -
নতশিরে প্রিয়জন ফেরত আসবে।
আপনবোধে নিবিড় ভালোবাসা তবু,
রয়ে যাবে - পটে আঁকা ছবিটির মত,
জ্বলন্ত বুকের মাঝে, নব যাত্রা পথে।