ভোরের স্বপ্ন মিথ্যে হবার নয়;
এইতো তোমায় দেখলাম বইমেলায়,
তফাত মেনে চলতে, আমিও শিখে গেছি...

ভাবতে অবাক লাগে
বাসরুট তো কবেই ভুলে গেছো,
এখন উবেরই নজরের কাছাকাছি...

নামকরা এক দোকানকে ঘেঁষে,
ছোট্ট একটা স্টলে__
এখনও সেই আমার লেখাই দেখছো...

সেই তুমি!  হয়তোবা ছোট্ট স্টল বলেই
এখানে যেমন চলে___
আমার বইয়ে নজর বেঁধা থাকছো...

যাক! তবুও বইটাই নয় তোমায়
সঙ্গ দিলো খানিক সঙ্গোপনে ___
জগতটাকে কুক্ষিগত করতে আপনমনে...