যার প্রাণের দোসর হয়ে একদিন বেশ ছিলাম,
আজ সেই হয়ে গেল রোগের শিকার।
জানি, প্রাচীনতম বটবৃক্ষের অন্তিমশয়ানে-
কেউ একফোঁটাও অশ্রু ফেলবে না।


এখন চারদিকেই চলমান মৃত্যুমিছিল,
আমাদের সকলকে ঘরবন্দী রেখেও
যেতে তাকে হবেই।
আর কেউ জানবে না তার ছত্রছায়ার মূল্য..


শিকড়ের মায়া ত্যাগ করেও, বলা যায়-
এখন মারণ রোগের ভাইরাস চারদিকে,
প্রয়োজনমত যারা রূপও পাল্টায়!
প্রবীণ জীবনেই যে বেশি লোভ তাদের...


কার চোখের জলকে, কেই বা কখন দেখে...


******************************


#### ০১/০৪/২০ হতে ভারতীয় অন্যতম প্রাচীন
এলাহাবাদ ব্যাঙ্ক হস্তান্তরিত হলো ইণ্ডিয়ান ব্যাঙ্কের হাতে। তারই প্রাক্তন কর্মী হিসেবে এই লেখা।