কপাল মন্দ বলেই
যশ সইলো না মনে হয়
উত্তাল ঢেউ এসে ভাসিয়ে দিলো ঘর
ঢেউ চলে যাবে দুদিন বাদে
নতুন ঢেউ বাড়িয়ে দেবে
সাহায্যের মুখোশ
যেখানে অর্থনীতিতে নিতান্তই অলক্ষ্মীর ছায়া
অথচ সত্যিই কি ছাউনি মিলবে
না কি চলবে শেয়ালের ভাগ বাটোয়ারা...