জলের আঁক জলেই যাক
কোথায় বা সে রূপ,
কাঁচের কেউ কাছের ঢেউ
যেমন পোড়া ধূপ।


এমনি চলা যায়না বলা
গোলাপবালা জানে,
পাইনে মানে আপন মনে
কেবল স্মৃতি স্মরণে।


**************************


*** কবি মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন
রচিত এক‌টি কবিতা হলো লেখাটির প্রেরণা,
তাই এ লেখা তাকেই উৎসর্গ করলাম।