ফুল থাকে না  সজীব চিরদিনই
হিসেবমতো আয়ুও ওদের কম,
তবুও গন্ধে,বাহারে ওদের চিনি
সে যে নন্দিনী, জগতে অনুপম।


নাহয়  সাঁঝের  বাতিটি জ্বেলে
কিছু   মর্যাদা   দিও,
ফুলদানি হতে ছুড়ে না ফেলে
কলজে সাজিয়ে নিও।