ঝকঝকে  রোদ্দুর  আছে বলে,
চাঁদের বাহার কি ভোলা চলে?
দুয়ের  গুরুত্বে কেউ  কম নয়-
দূরে থেকেও  তারা, ঝলমলে!


এরা  সব  আকাশগঙ্গা  জুড়ে,
নিয়ম  কানুন   দর্পণে  ঘোরে,
ক্ষণিকের  বিরামও  মানে না-
শৃঙ্খলা   শেখায়   পৃথীবিরে।