বসন্ত দোল যখন নিটোল
বিরানভূমি গড়ে,
বুকের আদল মানে না বোল
বাঁধবো কেমন করে?


পলাশ ফুলে খোঁপার চুলে
কাঁপন যেন লাগে,
মনের ভুলে শিহর তুলে
বাসন্তী দোল জাগে।