সবধাপই সমাকীর্ণ


                    (01)


                  ঘুমভাঙা


  সফল কলমে দেখি প্রভাতে নিয়মিত
ফুল, মধুমতী প্রজাপতি, বাগ জুড়ে বন্ধু
       খুঁজে বোঝে, সবটুকুই ভুল!


                     (02)


                 হারমানা হার


   হাতে ছিপ নিয়ে পুকুর পারে ফাতনা
শুধু দেখে, আহা মরি! জলপরী, বাউন্ডুলে
    জীবন ভেবে, বেশ তফাতেই থাকে।


                      (03)


             কিছু যদি নাও থাকে


  গোলাপ নেই আলাপ আছে,অঙ্গীকারও
নেই, আকাশছোঁয়া এই পাওয়া, নয়ন যারে
    এক নজরে বোঝে, জল থই থই।