(একই মালায় গাঁথা)


                
                   (01)


            চাষ করি আনন্দে


     জমলে পলি ফসল তুলি ক্ষেত
ভরে, আকাশ ধাম সবুজ খাম, বন্দী
        তবু তা সব সীমানা ছেড়ে।


                   (02)


                   লুণ্ঠন


  কার ক্ষেত! তা কেই বা মনে
রাখে? মজুর ঘামে মজুরী নামে,
       মাঠেই শুয়ে থাকে।


                  (03)


            ঈশ্বরের চাউনি


   কাজীর বিচার! তা চলবে কেমন
করে? না আছে কায়া সবই তো ছায়া,  
শরম  ঘুঁচেছে, তৃপ্তি খোঁজার ঘোরে।