সমসুত্রে বাঁধা


                      (01)


                   অন্য প্রহর


     কৃষ্ণ আমি। আঙুলের ডগায় ধরা,
'ধরা'। ভূমি কাঁপে উত্তাপে, মেরু বদলালে,
   পৃথিবী বক্ষ 'পড়ে  শয়নে দিশেহারা।


                     (02)


                    নববেশ


   ক্ষণিক বিরতি। সচেতন নজরে ভাঙ্গে
তন্দ্রাবেশ, নুতন সাজে আবার কাজে,যুগ
   হতে যুগে চলে নয়া বিবর্তনের রেশ।


                    (03)


                   জাগরণ


  ধরনী উৎফুল্ল আবার নব নব রূপের
আসরে, ওষ্ঠে হাসি তৃপ্ত নিশি, কৃষ্ণচূড়া
বাজায় বাঁশি, খোঁজ তার নতুন বাসরে।