কলমের ভাষায় সীমাবদ্ধতা অনেক,
তাই খুঁজে ফিরি অন্য কোন ভাষা।


পাহাড়িয়া ঝরনার উচ্ছলতা,
পাখিদের কলকলাইয়া সুর,
নদীর প্লাবন উচ্ছ্বাস ভরপুর,
বা, গুরুগম্ভীর মেঘ মন্দ্রিলতা।


কিছু যদি নাইবা পাই, কেবলমাত্র -
কোন একটি অপরিচিত চোখের ভাষা,
যেখানে পাব ইচ্ছেমত, উপলব্ধিগুলো -
সরল,তরল, গরল বা কাঠিন্যের।


সাজানো আকাশ মেঘে থাকে ...থাকে ...