প্রবৃত্তির আড়ালে ভালবাসা হারালেও
বোধ জেগে থাকে একা, চায় ইতিউতি...
আকাশের আকুলতা নদীর প্রতি
বা, নদীর মেঘে আকাশ নজর...
কখন যেনো একাকার হয়ে যায়,
সেই বোধ প্রাচীরের অন্তরালে...


ওরা সবাই জানে
এই চাপান উৎরাই এর একটাই মানে,
জটিল জীবনে সামাজিক বন্ধন।
তবুও সব ছেড়ে পারি দিতেই হবে
হয় বৃষ্টি নয় মেঘ হয়ে।
রবি কিরণের সেটাই কারিকুরি, বাহাদুরি...


দহনের পরে যখন
শববাহকেরা ভারিপথ অতিক্রম করে
বিষাদবাণী ন্যুব্জ হয় সকলকে ঘিরে,
তখনও একা একা চলে যাই
অন্তহীন বোধ সীমানায়,
ভালোবাসা অন্যমাত্রা পায়...