একটা সীমাহীন অস্বচ্ছতা গ্রাস করছিল।
কতবার যে চেষ্টা করছিলাম
সুবর্ণ অতীতে বারকয় পায়চারি করি ;
বলতে পারবো না!
কেউ কেউ বলে অতীত এক স্পেস ষ্টেশন,
যদিও এ ব্যাপারে আমি একমত নই...


এক‌টি খোলামেলা বাগানের মালী
খোঁজার ইচ্ছে আমার বহুকাল,
পুরাতনী সুর সবসময় মাথায় রেখেই
একপা দুপা করে একটু এগিয়ে চলতেই থাকি।
অহেতুক ফার্টিলাইজারের ব্যবহারে ফলে
মাকাল শুধু দেখতেই যা আহামরি....


পার্কের সেই সেতুটি কিন্তু কাজ করছে।
এই সেদিনও যারা খণ্ডিত ভূমিতে
দূর হতে দূরে থাকতো;
হঠাৎই তারা কেমন কাছাকা‌ছি তালমিল সন্ধানে!
যদিও সকলেই জানে যে যার নিজের মতোই,
তালমিল! সে কথার কথা, সাগরের আইসবার্গ্ মাত্র...