সেদিন হঠাৎ করেই বৃষ্টি এসেছিল।
লোকে বলে মেঘ ভাঙা বৃষ্টি-
সেটা কতটুকু বলতে পারবোনা!
এটুকুই বলা যায়, কদম জুঁই ছুঁয়ে
বনবাদাড় ডিঙিয়ে জলকাদার স্তর
পথ করে নদীতে নেমে এলো।


কলকলিয়ে উঠেছিল সে দুরন্ত লহরে
যেন অনেকদিনের পরে নতুন করে দেখা।
ভীষণ এক অতৃপ্ত আশায় বসেছিল নদী,
সাগরে পাড়ি দিতে এমনই জল দরকার!
মনখুশিতে তরঙ্গ দোলের তাথৈ তাথৈ
পেখম তোলা ময়ূরকেও হার মানিয়ে দিলো।


এখন পারের ওপরের সিঁড়িটাও টইটম্বুর!
এতো উচ্ছ্বাস নদীর সত্যিই বিরল
পাগলা হাওয়ার প্রবল তোড়ে-
বুঝি বৃষ্টি এলে শীর্ণকায়া দুঃখি নদীও
বাতাসের দোলে ঢেউয়ের তালে তালে,
স্বর্গীয় অপ্সরার মতই নর্তকী হয়ে ওঠে।