কলার পাতায় সকাল বেলায়  
টুপ টুপা টুপ বৃষ্টি,
মনটা হারায় আলতো ছোঁয়ায়
রূপ রূপা রূপ দৃষ্টি!


মাতলা চাওয়া ঝোড়ো হাওয়া
শন শনা শন সৃ‌ষ্টি,
ছন্দ ভুলে গন্ধ তুলে
ছম ছমা ছম, মিষ্টি।


কি কারণে খোলা মনে
গুন গুনা গুন কৃষ্টি,
ভোরের বেলায় মেঘের ভেলায়
ঝুম ঝুমা ঝুম ব্যষ্টি।


আলতো ছোঁয়ায় মনটা হারায়
দিম দিমা দিম গোষ্ঠী,
আষাঢ় ঢলে খেলা চলে
টুপ টুপা টুপ বৃষ্টি।