কথাকলির হাতে হাত রেখে পথে
তখন পালে ঝড়ো বাতাস
কালস্রোতে অসীম টান জোয়ারের
ভেবেছিলাম কেটে যাবে বেশ কটা দিন
মারাদোনার সেই ঈশ্বরের হাত ধরে বাধা নামলো
ঘর থে‌কে ঘর বদল...


সৃষ্টি কর্তা অলক্ষ্যে হেসেছিল
আবার একুশে আইনের দখলে বারবার
কথাকলির বাক স্তব্ধ হলো
সে এক ঘন তমসায় ডুবন্ত জাহাজ
ভাবিনি কখনো এত দ্রুত সময় বদলায়
চে‌য়ে চেয়ে দেখি কালের চাপে জয়ী কালোহাত...


না, এতো ঝঞ্ঝার মধ্যেও এখনও
চলছে আমার নিশীথ অভিযানের পালা
স্বচ্ছ আধারের প্রতিশ্রুতি ভুলিনি
রোজ কথা বলি কথাকলির সাথে, নিভৃতে;
এটাই স্থির বিশ্বাস আমার  
আসবে ঝোড়ো হাওয়া লাগবেই জোয়ারেতে টান...