একসময় বেশ তো বইছিল
ফাল্গুনী দুরন্ত বাতাস উদ্দাম গতিতে,
দোলা লাগা নদীর ঢেউগুলো
গায়ে গা ঠেকিয়ে হাঁটছিল এক শান্তি মিছিলে,
যেখা‌নে না চাইতেই উপচে পরছিল
আনকোরা একরাশ ফুল,
হলুদ ধানক্ষেতের দুরন্ত দোলায়
উঠছিল মর্মর ধ্বনি,
আর সবকিছু ঘিরেই সাদা কম্বলে মোড়া
একটা পাহাড় কাঁদছিল শূন্যতার বোধে...


শব্দদৈত্য ঘুম ভাঙানিয়া গান গাইতে গাইতে
বিস্ফোরক বারুদের গন্ধে ম ম করছিল!
পাহাড় ফাটানোর চুক্তি রফা অনুযায়ী;
দেবদারু শাল সেগুনের সে কান্না
কেউ ভাবে নি কক্ষণো,
তবুও লোভী হাতের কব্জায়, তাই হলো
আর, আমি চেয়ে চে‌য়ে দেখেছিলাম-
তিস্তা তোর্সা দিয়ে জল ফুলে ফুলে উঠেছিল,
অশ্রুনদীর ধারায় ভেসেই চললো বানভাসীর দল...