দড়ি আর বেতের তৈরি ধনুক;
হাতে তির, রাম নয় লক্ষন!
কোথায় হারিয়ে গেছে...
ওরা নতুন মেধাবলে বুঝে গেছে,
সাদামাটা এসব খেলায়-
কেমন যেন একটা বোকা বোকা ভাব...


কানামাছি ভোঁ ভোঁ!
কেউ কাউকে ছুঁয়েও হয় না চোর,
করোনার কড়া নজর।
এখন গতির যুগে,
মাথার কাজটাই বেশি,
কেউ আর ছোটে না বলের পিছু পিছু...


ওরা কেবলই জিততে চায়,
টপ, টপ আরও টপেই,
পিছিয়ে পড়া বন্ধু মূহুর্তেই পাল্টে যায়,
শার্ট প্যন্ট বদলানোর মতই...
এরা আর কি করে বুঝবে বলো-
হেরে গিয়েও কখ‌নো মানুষ জিততে পারে ...