দু'পাতার ঘেরাটোপে আকাশনীল তারা,
দিনাবসান হলেও কানায় কানায় ভরা...


অলিন্দের পদ্মগোলাপও তাপপ্রবাহে,
অতল যাত্রার অনুন্নত এক অবরোহে...


গামছা নিংড়োনো চুলে ভরা জোয়ার,
দিন চলে গেলেও ভাবনা কেন আবার ...


বর্ষাশেষে অপেক্ষা রোদ্দুরের সাহারা,
পুরোনো কাপড়ের গন্ধে মাতোয়ারা...


সদর্পে টাইটানিক ভাঙবে আইসবার্গ,
অবাক চোখে দেখলাম কলঙ্কের দাগ...


এভাবে ডুবে যাওয়া শুধু অতল অতলে,
এও কি আর শান্তিপারাবার বলা চলে...