মৃত্যু-মিছিল!  শেষ  যে এখনও অতলে,
শিথিলতাই  হয়তো  বা দায়ী  বেশ কিছু,
হিসেব পেতে চাইনা যেতে কোনো মূলে,
মৃত্যু-মিছিল!  শেষ  যে এখনও অতলে।
ভোট-গরমে,  ব্যস্ত  ছিলাম গোলেমালে,
মনেই ছিলোনা উঠেছিলো ঢেউ পিছুপিছু,
মৃত্যু-মিছিল!  শেষ  যে এখনও অতলে,
শিথিলতাই  হয়তো  বা দায়ী বেশ কিছু।