মুখে যার এখনো আধো আধো বুলি
আজ সেই মেয়েটাও জুজু দৃষ্টি নিয়ে বলে,
"মাগো, হারানো দিনগুলো আর কত দূরে
আসবে কি আবার কখন ফিরে
বলো না মা একটি বার আমায় সত্যি করে..."


চারদিকে আজ যেন যুদ্ধ যুদ্ধ খেলা
ক্লান্তি আর অবসাদেই কাটে বারবেলা
একটু কথা বলার অবকাশ কোথায়
তবু মনোবলের যোগানও, তার কর্ত্তব্য সীমায়
যদিও ভালোই জানে সে ওই বোঝানোর পরিচয়...


"সুদিন তো আসবেই একদিন
ভয়-দানোকে বহুদূরে রাখবে যেদিন
দেখবে, আবারও কুলুকুলু নদী রাতদিন!"
মনে তার বইছে তবুও এক অপরাধ বোধ
আতঙ্কের কাছে মানবতা বারবারই হচ্ছে নির্বোধ...