ঘরের বাইরে পা বাড়াতে গেলেই-
আজ কেউ  যেন বলে,
লকডাউন।


এটা কি নিছক এক অভ্যাসের ফল?
না, মনের গহীনে থাকা কোনও -
আতঙ্ক!


এই যে এত শুভবুদ্ধির মানুষেরা চারপাশে,
এত তাদের পরিশ্রম নিঃস্বার্থ সেবায়,
মূল্যহীন!!!


দুর্নীতির জগৎ নতুন নয় - ছিলো,আছে বা থাকবেও,
অপদার্থ কি আর কখনও উদ্বায়ী হয়?
তবুও মনে হয়...


সদিচ্ছার এত প্রচেষ্টা বিফল হবে না,
এভাবেই আস্তে আস্তে আসবে,
আস্থা, সচেতনতা।


সব হারিয়ে বসার আগেই লড়াই করতে চাই,
সেই কায়াহীনের কাহিনীকে ঘিরে,
এটাই, শেষ অঙ্গীকার ...