শ্রাবণ শেষে,         ধারা যায় ভেসে,
             অশ্রুবারি নয়নে।
রবির ও আলো,         স্তিমিত হলো,
           দাঁড়ায় হোথা শমনে।।


ব্যথা ভরা দিনে,       একাকী বিজনে,
           মন নাহি লাগে কাজে।
গেয়ে যাই গান,            মৃত্যুর তান,
             বিরহ দহন মাঝে।।