পূর্ণিমার জোয়ার ভাঙা জোছনায়;
এক চিলতে পায়ে চলা পথও
পরিস্কার সিঁথির মতোই বনের গভীরে,
চাঁদনি রাতে এক ঝলক হাসি সহ
সাঁওতালি গানে নীড় খোঁজে দম্পতি।

আঁকাবাঁকা যে পথ একসময়
কদিন না হাঁটলেই ঢাকা পড়ে যেত-
সেখানেই আজ দেখি জমিনেতে ভরা;
গাছের অভাবে বনপথও লজ্জা পায়,
আর বুনো প্রেমিকেরা দ্রুত ঘর বদল করে।

যারা মনেপ্রাণে বনবিবির সমাদরে ভরা
বসন্তদোলায় ভেসে ভেসে যেত,
তারাও বাধ সাধে, সাধের বয়স ভারে;
আবারও সময় হলে ওই ঝরা পাতার মতোই-
বেমানান হয়ে যেতে হয়, রয়ে যায় অনাদি অতীত।