আচমকা মৃত্যুগুলো বড় ধাক্কা দেয়।
অসহায় ভাবে শুধু দেখে যেতে হয়।
প্রিয়জন - অমৃতের সন্ধানেতে যায়।


সায়ন্তন সাজে বলাক, দিগন্ত মাঝে -
উড়ে চলে ; বিদায়ে, বিষাদ সুর বাজে।
করুণ সে অবস্থান ভোলা যায় না যে।


এতটুকু সময়ও পেলাম না কেউ,
ভাবের চাকে পেলে তুমি, কি এমন মৌ?
ভারী মন সাগরে শুধু উত্তাল ঢেউ!!


বাঁধা আর গেলো না,সাঁকো পেড়িয়ে গেলে
সুরলোকে। সেখানে চির শান্তিতে থেকো,
কালসিন্ধুতে মায়ার মোহমুক্তি রেখো।