শান্তশীল ধীরস্বভাব সুশান্ত দাঁ, বন্ধু
সবাকার। আকস্মিক হায়! কালসিন্ধু
পারে ধায়, হতবাক হয় পূর্ণ ইন্দু।


আচমকা মৃত্যুগুলো বড় ধাক্কা দেয়।
অসহায় ভাবে শুধু দেখে যেতে হয়।
প্রিয়জন, অমৃতের সন্ধানেতে যায়।


ভৈরবের সুরে ভোরে , দিগন্তের মাঝে -
উড়ে যায়। বিদায়ের সুরে ব্যথা বাজে।
করুণ সে অবস্থান ভোলা যায় না যে।


এতটুকু সময়ও পেলাম না কেউ,
ভবেপারে পেলে বন্ধু  কি এমন মউ?
ভারী মন সাগরেতে উত্তাল যে ঢেউ!!


বাঁধা গেলো কই? সাঁকো ছেড়ে সুরলোকে!  
শুভাকাঙ্ক্ষী জনেদের স্মরণেতে রেখে ,
আত্মার মুক্তি কামনা করি দূর থেকে।  


***   আমার এক ঘনিষ্ঠ বন্ধু সুশান্ত দাঁ এর
আকস্মিক মহাপ্রয়ানে শ্রদ্ধাঞ্জলি জানালাম।