একদিন বলেছিলে কলম থামে না,
ভেবেছি তুমি উপহাস করছো।
বলেছিলে,
কলম কখনোই  থামতে শেখে নি -
তা বেদনার ভারে হোক বা সুখের পরশে!
কবিতা যদি ভেতরে থাকে;
যে ভাবেই হোক তার প্রকাশ হবেই।
লেখা ঠিকই বন্দী হবে একদিন কলমে তোমার।


নিয়তির পরিহাসে,
আজ বন্দী আমি  নিজে।
এখন বুঝতে পারি কলম থামে না।
তাই তো এখনো চলছে বন্দীর কলম!


বৈপ্লবিক জোয়ারে
তখন ছিল ইতিহাসের কিছু ছেঁড়া পাতা।
উত্তপ্ত ভুখণ্ড হোলি খেলতো দাবানলে,
ওদের রক্ত নদীর উৎস চেনার
উদ্দাম কৌতুহলে ডুবে,
বন্দী জীবন পেলাম।


আকাশ আজ আমার কাছে অন্ধকার।
স্বাধীন মুক্ত জীবন উপহাস করে,
কারাগারের শৃঙ্খল আমার উপহার।
বন্দীদশাই আমার এখনকার জীবন।  
তবু মন স্বপ্ন দেখে!


তুমি ঠিক বলেছিলে কলম থামে না,
কথাগুলো কত বাস্তব,
আজ বুঝেছি।
খোলা আকাশ আজ আমার লেখা দেখে,
আমায় দেখে না।


সেই ঔৎসুক্য নিয়ে আজও আছো কি ?
জানি না।
কালো হরিণী চোখ নজরে যদি আসে,
জানি,
মন দুলবে,
শ্বাস নিয়ে পড়বে।


তোমার মানস কবি জীবনের মাঝে,
শুধু ঝড় তোলার কথা বলতে জানে।


অবশ্যই তুমি স্বীকৃতি পাবার যোগ্য ,
কারণ কেবল তুমিই প্রথমা
যে বলেছিলো,
কলম থামে না কক্ষণো।