চাঁদের বুড়ি চরকা ছেড়ে
কাটছে বসে ছড়া,
বরফ জলে কেমন করে
তোর্ষা তিস্তা ভরা!


রংধনু রং ভরে দুহাতে
আল্পনাতে আঁকছে,
চাঁদের বুড়ি কল্পনাতে
সেটাই ধরে রাখছে।


হিসেব তাও যায় গুলিয়ে
পুতুল গুলো নিয়ে,
নিত্যি নতুন পথ হারিয়ে
ভাসছে দুঃখ সয়ে।


হচ্ছে জড়ো পথের ধারে
খাবার পাবে বলে,
চাঁদের বুড়ি চরকা ছেড়ে
ভাসে চোখের জলে।