কুরুক্ষেত্র ভারে
চারদিক হাহাকারে,
উৎসে বংশদণ্ড।


বাঁশরী ফুৎকার
মনচুরি রাধিকার,
উৎসে বংশদণ্ড।


যদুবংশ অকালে
খাগড়ার মুষলে
উৎসে বংশদণ্ড।


একূল ছেড়ে ওকূলে
সাঁকো ঠেকে গোকুলে,
উৎসে বংশদণ্ড।


কূলের প্রদীপ জ্বেলে
বে-আক্কেলে ছেলে,
উৎসে বংশদণ্ড।


সঠিক প্রশ্ন দেবে
যার উত্তর হবে,
ভাবতে বংশদণ্ড।