মনের মানুষ কেউ,
শ্রাবণ ধারার ঢেউ,
ভাসিয়ে দে যায় কবির শূন্য ঘর।
শব্দেরা প্রজাপতি,
কলমে খাতায় প্রীতি,
মন জোয়ারে বৃথাই আপন পর।।


এখনো নীরব জনগণ!
কখনো জ্বলে হুতাশন,
বিদ্রোহী মনে ধারা বয় অনিবার।
কঠোরভাবেই কলমে,
পৌঁছোয় সব  চরমে,
তীব্র দ্রোহে ছারখার চারিধার।।


বিপ্লবে- প্রেমে - সুরে,
থাকে না কবিতা দূরে,
কবির জীবনে সেটাই আসল অসি।
বিদায় লগ্নে সন্ধ্যা,
সুবাসে রজনীগন্ধা,
সফলতা খোঁজে জীবনের বারাণসী।।