নিরীহ রাস্তাটা অবাক হয়ে শুয়ে আছে,
ওর দুপারেই দুটি বাংলা
ও কিন্তু নিরপেক্ষ দলের একজন,
বর্ডার কথা কয় অনেক কান্নার কথা
বর্ডারের ভাষা বোঝে না চোখের জলে ভাসা,
তবুও সে নাকি নিস্তরঙ্গ ভূমি!


তুমি কে? কখন কার?
সবই জানা দরকার ওই নিশ্চুপ বর্ডারের।
সমস্বরে যদি একবার চেঁচিয়ে বলো 'আমরা সমান'
বুক কাঁপবে বর্ডারের,
এমন কি বিচ্ছিন্নতার অবগুন্ঠন হতে মুক্তি চাইলেও
তৎপরতা বাড়বে বর্ডারের...


এখনো যে অবুঝ পাখিটা
শিস দিয়ে আপনমনে ভাবাচ্ছে বর্ডারকে
অবাধে এপার ওপার করে,
যেন চ্যালেঞ্জ ছুড়েছে ওই বর্ডারের দিকে!
ওরা খাঁচাছাড়া বলে মানছে না কোনো ব্যবধান,
হায় বেড়া! কী নিদারুণ অসহায়তা তুমি বর্ডারের...