টাপুর টুপুর সারা দুপুর
জলের নুপুর পায়ে,
নদীর বুকে দারুণ সুখে
বর্ষা আসে ধেয়ে।


মেঘলা নদী ভাসায় কাঁদি
আকাশ নীলই দাবি,
পেখম তুলে ময়ুর খোলে
বাদল শোভার চাবি।


কদম বনে আপন মনে
গুঞ্জরিত বোলে,
পদ্মপাতায় জল ঝরে যায়
সরসীর ওই কোলে।


পূবের ধারে আকাশ পারে
রামধনু রঙ মেলে,
হাসনুহানা মেললো ডানা
রাজহাঁস দেখি জলে।


এমনি করে নয়ন ভরে
সুয্যি নামে পাটে,
ফেরার পথে ছাতা হাতে
দাঁড়াই নদীর ঘাটে।


পাঁপড় ভাজা রাজার রাজা
সঙ্গে কটা চপ,
সবাই মিলে নিছক তালে
খাবোই গপাগপ।