আষাঢ়ের মাঝ কাছেই  শ্রাবণ
আসছে নাতো বর্ষা,
কোথায় কাদা শ্যাওলা বা কই
রাস্তাঘাট তো ফর্সা।


বৃষ্টি হলেই স্কুলে যাবার
চলতে থাকে বায়না,
কচুর পাতায় মাথা ঢেকে
দৌড় যদিও হয়না।


ভিজে জামায় স্কুলে গেলেই
স্পেশাল বাদল ছুটি,
এখন তো প্রায় রোজই বন্ধ
মজা কই যে লুটি?


বজ্রনাদ তো গুরুম গুরুম
ফস্কা তবু গেরো,
জমছে না মেঘ প্রচণ্ড তাপ
বর্ষারানী হেরো।