মুছে যাওয়া কিছু পাতা ঝরাফুলের হাসিমাখা,
যে ফুল ফোটার আগেই হারিয়েছিলো পথ,
বিফল মনোরথ হয়ে লুটিয়ে পড়েছিলো-
ধরনীর এককোণায় খোলার  মতো!
তার জন্যে অবসন্ন হৃদয় চিরে
এতটুকু সহানুভূতি জাগেনি কখনোই।


এক একটা সময় আসে কালপুরুষের খেলা চলে,
সময়ের জীর্ণতার হিসেব না মেনেই,
দুরন্তপনায় সবসেরা বাসবদত্তা হয়ে ওঠে
বলার কোনো অপেক্ষা না করেই;
সেরকম ভাবেই সেই ঝরাফুলেরও
ঠাঁই হলো চিত্রকরের পাতায় একদিন।


আলিম্পনে সাজানো যার চিরাচরিত অভ্যাস;
তার কাছে মূল্য তো পাবারই কথা!
গেঁথে নিলো বড়শি মনের গভীরে,
তবুও সর্বনাশকে আটকায় কার সাধ্যি?
কখন যেনো পাতাগুলো মলিন হয়ে,
মুছে যাওয়া দিন হাসি ছাড়াই হারালো অতলে।