পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া মন-
নাচবেই বসন্ত আসবে বলে।
কোকিল  কুহু, উতলা  মগন
স্বাগত  জানায়,  মন  দোলে।


বসন্ত ঋতু  নয়, এক বানে
শীর্ণা  বালিকা  দুর্বল  বালক
সবাই জানে,জোয়ারে টানে -
বসন্ত আসবে, ফেলবে পলক।


আনমনে গায় শাল পিয়াল বিবি
মাদল বাজিয়ে সাঁওতালী গান,
তুলে    ধরে    এক    মনছবি
ওরা ঠিক জানে,বাসন্তী টান।


সম্ভ্রমের অভাব নেই সে ভীড়ে
মহুয়ার  নেশাতেই  রঙিন ওরা,
ফাগুনের  রঙ  মনের গভীরে
ওদের দোলায় অস্তিত্বের ঘোরা।


আজ বসন্ত  যায় পাতা ছিঁড়ে
ফাগের রঙ  লাগে বড়  ফিকে,
প্রেম মন ছাড়া আজ ঘরেঘরে,
জবাবদিহি করতেই তাই, নিকে।


সাচ্ছন্দ আছে তাও অপারক
দুরন্ত ওরা তাই...ই  পারে!
বড়  কলুষতায়  ডোবা শখ
দখিনা  বায়  ওদের  দখলে।


অথচ বসন্ত যে,
প্রেম  বিহনে   থাকেনি  বলে,
ফাগুনে দেখি আগুন  জ্বলে।