ফাগুন  ডালে  আগুন  জ্বেলে  কৃষ্ণচূড়া  হাসে,
পলাশ কুঁড়ি সারি সারি  গলায় দোদুল দোলে!
সাত সকালে  ঘাসের ফুলে  ভ্রমর  এসে বসে,
ফাগুন  ডালে  আগুন  জ্বেলে  কৃষ্ণচূড়া  হাসে!
দখিন হাওয়া মনের চাওয়া থাকে না আর বশে,
কাঙ্গাল মনে তাই ফাগুনে বাসন্তী দোল তোলে,
ফাগুন  ডালে  আগুন  জ্বেলে  কৃষ্ণচূড়া  হাসে,
পলাশ কুঁড়ি সারি সারি  গলায় দোদুল দোলে!