আলাদা ভিত নেই,
অস্থায়ী নামাঙ্কন,
তবুও স্বস্তি বন্ধন,
            বাসরঘর।


অজানাকে জানা,
অচেনাকে চেনা,
নতুন ফুলে রাঙা,
            বাসরঘর।


একরাতের রাজা,
একরাতের রানী,
অচ্ছেদ এই বন্ধন,
           বাসরঘর।


ছোট্ট এক কামরা,
সামনে দীর্ঘ  পথ,
সৃষ্টির এই উন্মেষ,
           বাসরঘর।