দুর্নীতির চুড়ো হতে একদিন
খরস্রোতা ঝরবেই খাদ বরাবর
বিপরীতে তখনও হেঁটে চলবে কেউ কেউ
কখনো স্রোতের বিপক্ষে,
নয়তো আনাচে কানাচে একটু লোকালয়ে...


মনেও পড়ে না একদিন সেই কবে
নদীর ভাঙ্গনে বয়েছিলো নতুন এক স্রোত
খেলার বন্দুক হয়েছিল রাইফেল
গর্জে উঠেছিল প্রতিবাদী ভাষার কোলাহলে
অনিন্দ্য ভাবনার ছন্দে পবিত্র বসুন্ধরা...


ওরা বাঁচতে দেবে না, জানতো সবাই
আস্তে আস্তে নোংরা পলির চড়া আবারও
মন্দির মসজিদে দুরারোগ্য ক্যান্সার
কালভৈরবের অপেক্ষায় জরাজীর্ণ পৃথিবী
অ্যাপলো আট হতে নিজের উদয় দেখে...