বাসর মনে কুঞ্জ বনে মিছের সুখে
বাঁশীর বোলে জীবন ভোলে শীতল দুখে
রামধনু রং বানালো সঙ আকাশ ধুসর
বজ্রানলে ডাক পাঠালে বিজলী ঘর...


নদীর তোড়ে খানিক জোরে নৌকো বাওয়া
স্তব্ধ মনে শুধু বিজনে ভরসা চাওয়া
ধনুক ভাঙা পণের রাঙা ছিন্ন পাল
বাতাস ধাওয়া আঘাত সওয়া সূর্যে ঢাল...


দিনান্তে ওই একেলা রই বিধিও বাম
কারা প্রাচীর ব্যস্ত অধীর কাটে না যাম
এমনি করে বছর ভরে নরক বাসে
জীবন এঁকে স্বপ্ন দেখে নীল আকাশে...