একতারাটা সঙ্গী করে একবার
পথে পারি দিলে শূন্য ভার ;
পেছনেই পরে থাকে হাট
সামনে যার ধূ ধু করে মাঠ
আর নদীর পারে অপেক্ষমান পারঘাট।
তাকেও ফেরাতে চাও
এতো বল বলো তো কোথায় পাও?


ছিলে যখন ওই পরিধির মাঝে
তখনও মোহময়ীর সাজে!
চারপাশে ঘর অন্নপূর্ণার
তোমার সংসার
স্বামী পুত্র কন্যায় পূর্ণ পরিবার।
পুরুষ যে চলে গেছে নিয়ে তান
সাথে কণ্ঠে বাউলের গান।


তার চলার পথে নেই কোনো পর
সেই তো ক্ষমাসুন্দর।
আজ তুমিও স্মৃতি
হয়তো দুখে নতুন বাউলগীতি
পথে তার হারায় না প্রীতি।
আজ সে নারীর নেই ধাম
তুমিই তার জীবনের একটু বিরাম।