হেমন্তের ঝরা পাতাগুলোর মত আজকে -
অজস্র কৃষ্ণচূড়া দেখি ভূমি ধূলায় লুটায়।
ভূকম্প, দাবাগ্নি হতে কঠিন মারণ রোগ!
যেন মেঘদূত মেঘেদের আড়ালে থেকেও-
তীরের পর তীর বিঁধিয়ে, জর্জরিত করে!


কোন একটা বাজপাখীর শূন্য শ্যেনদৃষ্টি,
আজ এ সুখের দিনেও অশুভ কল্পনায়...


চিকিৎসকদের সন্দেহাতীত দারুণ লড়াই!
কঠোর যুদ্ধে অর্থনীতির টালমাটাল ভাব,
ঘরে বসে যেন মনমরা এক বিদায়ী কান্না-
চলে যাওয়া জীর্ণ পুরাতন বছরের জন্যে ...


থামতে জানেনা বলেই আসে নতুন বছর।
মুখে তারও ক্যাসেটের হাসি,মাস্ক পরেই!
বেশ দ্বিধায় সামাজিক দূরত্ব বজায় রেখে-
এখনো খুঁজেই চলেছে ওই নিরন্নের চাল,
রুদ্ররূপে আজ পুরো পৃথিবীটা বেসামাল...