তখনও নিশ্বাসে প্রচণ্ড বিষের তীব্রতা।
হাঁপ ছেড়ে বাঁচার সুযোগ এসেছিল, কিন্তু
কাছাকাছি লোলুপ দৃষ্টি সংখ্যায় অনেক।


চারাগাছের যত্ন নেওয়াই হলো না।
আলসেমি বড়ই কঠিন ব্যাধি,
এর মধ্যেই খেলনা পাল্টে নতুনে নজর।


চৌচির পরকলায় নিজের রূপও ভয়ঙ্কর,
স্থবিরতার বাগানে এখন ব্যস্ত কারিগর,
রাঙা পলাশ জানিনা আদৌ ফুটবে কিনা!


ভরসা একটাই, তালমিলে জড়াচ্ছি আমিও...
এভাবেই দুবেলা দুমুঠোর ভীড়ে মিশে,
হয়তোবা ছড়ানো যাবে কিছু গাছের গোড়ায়...


দূরের থেকে ধ্বংস না হয়ে, এগোনোই ভালো ...